Rise of a Nation by Raghu Rai photography exhibition . . .

A visitor looks at photographs taken by Raghu Rai, presented in an exhibition, title ‘Rise of a Nation’ at Zainul gallery in Dhaka May, 2024 . © Monirul Alam

WITNESS MY TIME ~ Nowadays it is difficult to visit all photography exhibition due to my professional works and duties. But I try to see the work of my favourite photographers work which is really inspires me from that reason still I visits a gallery and an open space photography exhibition.

“Rise of a Nation”— exhibition titled, I saw this photography exhibition of Indian notable photographer Raghu Rai, he also as a member of the prestigious Magnum Photos. Rai’s has been a notable figure in the documentation of the Liberation War of Bangladesh 1971.

A present exhibition he featuring both released and unreleased photos during his ventured into the war zone in 1971, walking tirelessly alongside freedom fighters and Indian forces on the battlefield. Rai’s remarkable image, which earned him the prestigious Padmashree award in 1971.

In 2012, Rai created the Raghu Rai Center for Photography to share over five decades of his knowledge and experience with the younger generation. As a photographer I want to say, many national and international photographers are inspired from his brilliant work.

On the occasion of the 75th anniversary of the Faculty of Fine Art, University of Dhaka, in collaboration with the Durjoy Bangladesh Foundation (DBF), exhibition curated by artist Zihan Karim. According to Ria’s bio and press release.

The exhibition is going on in Zainul Gallery at the Faculty of Fine Arts in the University of Dhaka, will continue till 19 May 2024.

Diary / May, 2024
Zainul Gallery, University of Dhaka
Dhaka, Bangladesh
© Monirul Alam

Never Stop Learning . . .

The day was really scorching hot, red alert was going on across the city. When we started the discussion on ‘Journalism and Photojournalism’ at Prothom Alo office, We did not understand when the three hours passed. At the end of the discussion, the students did not want to stop asking questions. Anyway, finally we had to stop.

On the 27th of April, 2024. Our Pathshala students 2nd-year 2nd semester, Four Year bachelor of Photography ( affiliated with Dhaka University, Journalism Department ) visited the Prothom Alo office as their academic learning.

As a teacher of Pathshala, for photojournalism subject ) really thankful to all of you for your energy and friendship in learning more about Journalism specially in Press Photography and Photojournalism during our visit to Prothom Alo.

I hope they visit to Prothom Alo office and learned about Journalism and Photojournalism, which will surely enhance the Photojournalism knowledge of Pathshala students. I am grateful to everyone for your energy and friendship, such a practical field visit boosted their knowledge.

Once again thanks to all of Prothom Alo’s Journalists, Photojournalist and all administrative staff members and finally thanks to Prothom Alo editor, Motiur Rahman.

Specially thanks to Prothom Alo’s Managing Editor Sazzad Sarif, Chief Editor and Policy-maker, Lazzat Enab Mohsi, Deputy editor Sumona Sarmin ( Popular known SUMI apa ) Senior Photographer Sumon Yousuf, Khaled Sarker, and Deputy General Manager (Head of Admin) Administration Utpal Datta, Kabir Hossain, and Dipok Kumar Pal. Without their efforts and energy, we would not have been able to have such an experience. And of course thanks and with a big help to all Pathshala administrative.

I believe, Never Stop Learning . . .

Diary / April, 2024

Dhaka, Bangladesh

বাবাতো এখন ফ্রেমে বন্দি একখানা ছবি . . .

ছবি : ছবিটি আমাদের পারিবারিক ছবির অ্যালবাম থেকে সংগ্রহ করা। ছবিটিতে প্রথম সারিতে বসা, ডান দিক থেকে তিন নম্বর আমাদের বাবা ।

সারা দেশেই চলছে তাপপ্রবাহ, বাইরে বের হলেই প্রচন্ড হাঁসফাঁস লাগে, আবহাওয়া অধিদপ্তর কাছে কোন সুখবর নেই, তারা জানিয়েছে, আগামী পাঁচদিন এই গরম থাকবে । তবুও জীবন বহমান নদী—আমাদের সেই বিশাল জীবনের পথ বয়ে চলে হয়— কখনও উজানে কখনও বা ভাটায় ।

অনেক দিন হয় মা’কে গোসল করানো হয় না । আজ দুই ভাই মিলে মা’কে গোসল করালাম। কিছুটা হলেও স্বস্তি পাবে বেচারা ! প্রায় চার বছর হলো একই অবস্থা, অসহ্য যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন জননী আমার ।

দুই ভাই মিলে যখন মা’কে নিয়ে বাথরুমে যাচ্ছি—তখন বাবার ছবিটার দিকে একনজর তাকালাম, আহা ! বাবা আমার । বাবা যেন সবকিছু দেখছেন ! দেয়ালের ফ্রেমে বন্দি হয়ে থাকা বাবা’কে অনেক প্রশ্ন করতে ইচ্ছে হয় ! কিন্তু বাবাতো এখন ফ্রেমে বন্দি একখানা ছবি ।

ঢাকা আইনজীবী সমিতি কার্যকরী পরিষদের সদস্যদের সাথে আমাদের প্রিয় বাবা, আব্দুল মোন্নাফ তালুকদার ( ছবিটিতে প্রথম সারিতে বসা, ডান দিক থেকে তিন নম্বর, আমাদের বাবা ) । তখন তিনি ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের ( ১৯৮২-৮৩ ) সাধারন সম্পাদক ছিলেন । সেই সময়ে ঢাকা আইনজীবী সমিতির নানা অনুষ্ঠানে আমরা অনেক সময় অংশগ্রহণ করতাম । এখন সেই সব শুধুই স্মৃতি।

ঢাকা আইনজীবী সমিতির বার লাইব্রেরিতে গেলে এখনো দেখা যায়— আইনজীবী সমিতির কর্তৃপক্ষ আমার বাবার একটা পোট্রট এবং এই গ্রুপ ছবি সংরক্ষণ করছেন ।

বাবা সেই ১৯৯০ সালে ( হেমোরেজিক স্ট্রোক ) মস্তিস্কের রক্তক্ষরণের কারণে ইন্তেকাল করেন । আমরা বাবা’কে আমাদের গ্রামের বাড়ী, হিজুলিয়ার পারিবারিক কবরস্থানে দাফন করি ।

আমাদের বাবা-মা দুজনের জন্য দোয়া চাই । আল্লাহ তায়ালা যেন আমাদের বাবা-মা এর সকল গুনাহ মাফ করেন, তাদেরকে শান্তিকে রাখেন, আমার মা’কে সুস্থতা দান করেন । রব্বানা ইন্নান আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াক্বিনা- আজাবান্নার।

বাবা— কী এক অদ্ভুত এই আমি ! আজ কতদিন—কতমাস হলো দেখতে যাওয়া হয় না— তোমার কবর ! অথচ ঘোরলাগা এই জগৎ, সমাজ, সংসার, সময় দিব্বি চলে যায়— কিম্ভূতকিমাকায় !

ঐ দিকে তোমার সমাধি আজো দেখা যায়; চৌত্রিশ বছর পর; একা একা শুয়ে আছো—সেই হিজলের তলায় !
ঘাস ফড়িং, শালিকেরা উড়ে যায়; সেইসব শেয়ালের ডাক শোনা যায় ! অথচ তোমার সমাধিতে তুমি যেন এক অনন্য নিথর—মানবআত্মা !

নোট: ছবিটি আমাদের পারিবারিক ছবির অ্যালবাম থেকে সংগ্রহ করা। ছবিটিতে প্রথম সারিতে বসা, ডান দিক থেকে তিন নম্বর আমাদের বাবা ।

ডাইরি / এপ্রিল, ২০২৪
ঢাকা, বাংলাদেশ
© মনিরুল আলম

লাইফ ইস বিউটিফুল . . .

আমাদের বাসার পাশে একটা গলিতে মেঘ/ঢেই এর সাইকেল চালানো। ২১ ফেব্রুয়ারি ২০২৪ ছবিঃ © মনিরুল আলম

ঢেউ কয়েকদিন ধরে বায়না ধরেছে, সে অনেকদিন তার সাইকেল চালায় না ! তাই তাকে নিয়ে তার সাইকেল চালাতে নিয়ে যেতে হবে । সে বলছে— বাবা তুমিতো এখন আর আমাকে নিয়ে সাইকেল চালাতে নিয়ে যাও না ! আমার সাইকেলটি শুধুই পরে থাকে ! আমি বলেছিলাম ‘মা’ এর মধ্যে একটু সময় বের করে তারপর তোমাকে সাইকেল চালাতে নিয়ে যাবো ।

আজ ২১ ফেব্রুয়ারি— মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতি আজ বাহান্নর ভাষা শহীদদের স্বরণ করে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। সকালে গিয়েছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, অনুষ্ঠানটি কাভার করতে । প্রতিবছর এই অনুষ্ঠানটি আমি কাভার করতে যাই । অনেক পুরোনো পরিচিত বন্ধুদের সাথে দেখা হয় । এবার অনেককেই খুঁজে পেলাম না, জানিনা কেন ? তবে দুলাল’দার ( প্রথম আলো ) সাথে দেখা হলো তার ছেলেকে নিয়ে এসেছে । আমাদের কিছু সময় কথা হলো।

আজ মনে মনে ঠিক করে রেখেছিলাম— আ্যাসাইমেন্ট শেষ করে মেঘ/ঢেউ’কে নিয়ে বের হবো । ঢেউ এর আবদারটা পূরণ করবো । বাসায় ফিরে কাজ শেষ করে ঢেউ’কে বল্লাম চলো মা আমরা এখন সাইকেল চালাতে যাবো ! এই কথা শুনে সেকি তার আনন্দ ! মেঘ বলে উঠলো, বাবা আমিও কি যাবো ? আমি বল্লাম অবশ্যই বাবা ! একটু পরেই তিনতলা থেকে আমাদের সাইকেল গুলো নামানো প্রক্রিয়া শুরু হলো, অতঃপর মহানন্দে সাইকেল চালানো শুরু ! লাইফ ইস বিউটিফুল !

ডাইরি / ২১ ফেব্রুয়ারি ২০২৪
পুরান ঢাকা © মনিরুল আলম

Celebrate Paush Sankranti and look back on memories . . .

Photo : © Waris Hussain Apu

Ah ! After a long time I’am flying kites today with my friend Apu, to celebrates Poush Sankranti at Apu’s house of rooftop, where ourselves lots of memories were left of those days.

And I am missing of our very close friends of Chandan,Kamal,Lipton,Biplob,Dabir,Shamal and of course Babu ( Babu passed away long years ago by road accident ).

Although human life is a thread, a life is closely related to a life. We came back with that thread. May be we will meet again somewhere . . .

Diary, January 2024
Dhaka, Bangladesh
© Waris Hussain Apu

মায়ের বিজন মুহুর্ত গুলো . . .

মায়ের এই ছবিটি আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের সময় তুলেছিলাম, ২৭ নভেম্বরের ২০১০ সালে । ছবি: মনিরুল আলম

মায়ের বিজন মুহূর্ত গুলো এখন কোমাতেই কাটে ! আহা— কি ভিষণ সেইসব কষ্ট ! কি ভীষণ সেই সব সময় গুলো পার করছেন, জননী আমার । মাঝে মাঝে যখন গভীর অন্ধকার থেকে চেতনা গুলো ফিরতে শুরু করে তখন মনে হয়, আমাদের ‘মা’ যেন একদম স্বাভাবিক মানুষ । সবার খোঁজ-খবর করেন, পরিবারের ছোট সদস্যটিকে কাছে টেনে নেয়, ফেলে আসা সময়ের স্মৃতিতে ভেসে বেড়ান ! মায়ের চোখে তখন আলোর ঝিলিক দেখা যায় ।

সেদিন বুবলী পোলাও মাংস রান্না করেছিল । ‘মা’ কে বল্লাম তুমি কি পোলাও-মাংস খাবে ? রান্নাটা খুব ভালো হয়েছে, তোমাকে কি দেবো একটু । ‘মা’ খেতে রাজি হলেন, বল্লেন— যা নিয়ে আয় । বড় ভাই— যত্ন করে সেই খাবার খাওয়ালেন। খাবার শেষ করে ‘মা’ বল্লেন —বাবা, আমাকে এশার নামাজটা পড়িয়ে দে । নামাজ শেষে দোয়া করলেন সবার জন্য । তারপর ধীরে ধীরে সেই বিজন অন্ধকারে চলে যেতে লাগলেন !

সময়ের হিসাবে মায়ের অসুস্থতা প্রায় সাড়ে তিন বছর হতে চললো ! স্বজনরা এখনো কেউ কেউ মায়ের খোঁজ খবর করেন । যদিও সময় এবং জীবনের বাস্তবতাটা ভিন্ন কথা বলে ! আমরা পরিবারের সবাই মিলে মায়ের সেবা করে যাচ্ছি। তিন ভাই-বোনের সান্তনা এটাই আমাদের ‘মা’ বেঁচে আছেন—আমাদের সাথে আছেন । আল্লাহ তা’য়ালার কাছে তার পরীক্ষা দিয়ে যাচ্ছেন । নিশ্চই আমাদের রব তার প্রতি রহম করবেন, তার ভূলত্রুটি গুলো ক্ষমা করবেন । মহান আল্লাহ তা’য়ালা নিশ্চই আমাদের ‘মা’ কে নেক হায়াত দান করবেন । আল্লাহ তা’য়ালার কাছে এই দোয়া করি সবাইকে যেন তিনি শান্তিতে রাখেন . . .

ডাইরি / ঢাকা, জানুয়ারি, ২০২৪
ছবি: © মনিরুল আলম

Love of the Past . . .

Wherever I go, I see the lives that around me, as a photojournalist. I always carries on my camera. I feel it and I love picture and words.

As a visual journalist my goal is to tell the reader what was there, clearly, quickly and without mystery . . .

Diary / November 2018

© Mursalin Abdullah

© Mursalin Abdullah

Photo shoot with ICC World Cup Cricket Trophy . . .

Photo Credit: © Shamsul Haque Tanku

Dreams never fade away, I hope one day we will achieve our goal. Love to my country ‘Bangladesh’ and of course big support and love to our Bangladesh National Cricket Team. Proud of Bangladesh Tigers.

I am with ICC Men’s World Cup Cricket trophy during photo shoot at the Sher-e-Bangla National Stadium in Dhaka. Once again thanks to our legendary sports photojournalist Tanku bhai Shamsul Hoque Tanku ( my former office colleague Prothom Alo ) to takes for this beautiful picture.

Diary / August 2023
Old Dhaka, Bangladesh
Monirul Alam

Think About Photojournalism . . .

Wherever I go, I see the lives that around me, as a photojournalist. I always carries on my camera. I feel it and I love picture and words. As a visual journalist my goal is to tell the reader what was there, clearly, quickly and without mystery . . .

Diary / June 2023

Kamlapur Railway Station, Dhaka, Bangladesh

© Monirul Alam

On assignment at Kamlapur Railway Station, Dhaka, Bangladesh, June, 2023 Photo © Jibon Ahmed

Meet the photographer session at the Alor School . . .

© MONIRUL ALAM

I am sharing my professional photography experience with Alor School ( আলোর ইশকুল ) students at Bishwo Shahitto Kendro ( বিশ্বসাহিত্য কেন্দ্র ). While sharing my photography experience with all of the students, I felt that they are really interested in learning more about photography. And I am likely to say that this interest is their main mantra to learn something.

Photo © Tahir Mohammed Asif

Once again thanks to Mesbah Uddin Ahmed Sumon, Mir Shamsul Alam Babu bhai, KM Jolangir, and all the organizers of the ‘Alor School’ Photography of Bishwo Shahitto Kendro.

Finally, I thank you again for the course of all the students. I wish the success of the Alor School and Bishwo Shahitto Kendro.

Photo © Tahir Mohammed Asif

Diary / June 2023

Bishwo Shahitto Kendro,

Dhaka, Bangladesh

© MONIRUL ALAM