ঢাকা, বাংলাদেশ ০৬ ফেরু্রয়ারী ২০১৫
ঢাকা মেডিকেল হাসপাতালের বাণর্ ইউনিটে ১২ বছরের অগ্নিদগ্ধ বাসের হেলপার নাজিমুদ্দিন হাসপাতালের বিছানায় সুখে আছে । সে গত ৪ জানুয়ারি ভোর রাতে উত্তরা এলাকায় বাসে ঘুমিয়ে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়।
বাংলাদেশের চলমান বিশৃঙ্খলা ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গত ৫ ফেরু্রয়ারী বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা বলেন, অযৌক্তিকভাবে বাসে আগুন দেওয়া, দাহ্য পদার্থ ছোড়া, ট্রেন লাইনচ্যুত করাসহ এ ধরনের অযৌক্তিক হামলায় নির্দোষ মানুষ হতাহতের ঘটনায় আমরা মর্মাহত। রাজনৈতিক উদ্দেশ্যে এই সহিংসতা ঘটানোর তীব্র নিন্দা জানাচ্ছি।’ গণতান্ত্রিক বাংলাদেশে এসব কাণ্ড ঘটানোর কোনো যৌক্তিকতা নেই। ছবি: মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com