ঢাকা, বাংলাদেশ ১০ ফেরু্রয়ারী ২০১৫
অমর একুশে গ্রন্থমেলায় এবার বইকে থীম করে কিছু কিছু ষ্টল তৈরি করা হয়েছে । এ সব ষ্টল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে । ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা ।
অমর একুশে গ্রন্থমেলা, ব্যাপকভাবে পরিচিত একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমীর বর্ধমান হাউজ প্রাঙ্গনে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ খ্রিস্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমীর মুখোমুখি সুহরাওয়ার্দ্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছেন । ছবি: মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com