জ্যাষ্টিস ফর রাজন . . . 

জ্যাষ্টিস ফর রাজন . . .
মনুসত্বহীন এই বর্বর সভ্যতায় আমি হেঁটে যাই—

ছোট রাজনের মৃত্যু আমাকে অপরাধী করে দেয় !

নষ্ট-ভ্রষ্ট এই সমাজের কেউ কেউ প্রতিবাদী হয়—প্রতিবাদী হতে হয় !

রিকশায় বসে থাকা বেলাল, বিআরটিসির বাস ড্রাইভার কোরবান আলী, আমাদের লাকি আক্তার, সুমনা শারমিন, হ্যাপী আপা—ওরা প্রতিবাদী হয়ে উঠে—এই রাষ্ট্র এবং রাষ্ট্র যন্ত্রের ঘুম ভাঙ্গাতে !
যেমন প্রতিবাদী হয়ে ছিলেন—’চে’ ! অতপর তার মৃত্যু !
কবি সুনীল তাই লিখেছিলেন—’চে’ এর মৃত্যু আমাকে অপরাধী করে দেয়—
আমি গুলিস্তান, শাহবাগ, ফর্ামগেট হয়ে মিরপুরের পথে হাঁটি—অনিবার্য সেই মানুষের মুখ !
নিলিপ্ত প্রতিবাদী তারা ঘরে ফেরে; রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে প্রশ্ন করে ?
এই আমি—অবরুদ্ধ উপত্যাকায় মুক্তির পথ খুঁজি ।

মনিরুল আলম
সৃষ্টিকাল ১৩ জুলাই ২০১৫

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s