আমরা যাইনি মরে ! প্রতিদিন—এই শহরে ভোর আসে;
বুলবুলি, চড়ুই, শালিক আর কাকের কোলাহল শোনা যায়—এই খানে
অথচ— আমরা যাইনি মরে !
প্রতিদিন—এই শহরে ভোর আসে
মাথায় স্কার্ফ, কাঁধে ব্যাগ, ঝুটি বাঁধা;
নীল সোয়েটার— ছোট ছোট পায়ে হেটে যায়
এই শীতের সকালে—অথচ আমরা যাইনি মরে !
প্রতিদিন—এই শহরে ভোর আসে ।
০৪ ডিসেম্বর , ২০১৬
পুরান ঢাকা, পাতলা খান লেন