সে দিন—আরমানিটোলার মাঠ পেড়িয়ে,
একটা নব নিমর্িত ভবনে প্রবেশ করেছিলাম;
আলো-ছায়ার কারবারী—এই আমি;
একটা বেড়ালের সাথে দেখা হলো;
তিন জন শ্রমিক তাদের স্বপ্নের কথা বলে গেলেন;
অথচ,সিড়িঁ দিয়ে নিচে নামতে নামতে অন্ধকার
আমাকে—সেই অতীতে নিয়ে গেল;
একটি বুক হাঁটা সরীসৃপ শব্দহীন অন্ধকার গহোবর
থেকে বেড়িয়েছিল—তার চোখে ছিল বিভ্রান্তি !
পরিত্যক্ত পুরোনো ভবনটি ছিল তার আশ্রয়স্থল;
এখন সে নেই—পুরোনো ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছিল !
সে দিন—আরমানিটোলার মাঠ পেড়িয়ে,
একটা নব নিমর্িত ভবনে প্রবেশ করেছিলাম—এই আমি ।
-মনিরুল আলম
আরমানিটোলা, পুরান ঢাকা
০৭, এপি্রল, ২০১৬