তুমি সক্রেটিস, তুমি বাংলাদেশ . . .

আপাততো অবস্থায় যাদের মানুষ বলে মনে হতো  

তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !

শ্যামল কান্তি ভক্ত ; তুমি—ই সক্রেটিস;

বিনা অপরাধে; অপবাদে—রাষ্ট্র দন্ড মেনে নিয়েছ;

তুমি সক্রেটিস ; তুমি বাংলাদেশ ;

তুমি শিক্ষক—জাতীর মেরুদন্ড; 

আপাততো অবস্থায় যাদের মানুষ বলে মনে হতো  

তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !

সৃষ্টিকাল / ১৭ মে, ২০১৬

পুরান ঢাকা,বাংলাদেশ 

নোট: শ্যামল কান্তি ভক্ত, নারায়ণগঞ্জের মদনপুরের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক । ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে স্থানীয় সাংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই তাকে কান ধরে উঠবস করানো হয় । এই অসভ্যতার ঘটনাটি ঘটে গত ১৩ মে, শুক্রবার, ২০১৬ । চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে, সাধারন মানুষ এর তীব্র প্রতিবাদ জানান । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঘটনাটি নিন্দা জানিয়ে তদন্ত করে করণীয় ঠিক করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ।  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s