সে দিন একটা ঝরা পালকের সাথে দেখা হলো—কালো থেকে ধূসর হতে হতে
কোথায় যেন হারিয়ে গেছে—তার সেই সব রঙ !
পরে থাকা সেই পালকটি—এই আমি কুড়িয়ে নিলাম;
পাখিটি আমি কখনো দেখিনি ;
তবে ধারণা করতে পারি—সে আমার পড়শি !
পাখিটির অপেক্ষায় এই আমি—
যদি তার দেখা পাই!
অতপর— একদিন ;
তার সাথে দেখা হলো—সন্ধ্যার আকাশে ;
পাখিটি ছিল—জন্মান্ধ ; অন্ধ পাখি।
১১ আষাঢ়, ১৪২৩
পুরান ঢাকা