
বাপ-বেটা মিলে ঘুরতে বেড়িয়ে ছিলাম আজ—বিকেলে । চলছে মেঘের প্রথম সাময়িক পরীক্ষা, আজ ছিল তার অংক পরীক্ষা । দুপুরের পর বাপ-বেটা মিলে ঘুরতে বেড়িয়ে পড়লাম, মটরসাইকেল নিয়ে । বটতলায় দেখা হলো অনেকের সাথে— আড্ডা দেওয়া হলো অনেকটা সময় । ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, এলিফেন্ট রোড হয়ে Alliance Francaise de Dhaka গ্যালারিতে গেলাম, সেখানে চলছে আকাশের ফটোগ্রাফী প্রদর্শনী—Unseen in Our Sight শিরোনামে, সেটা দেখা হলো। দেখা হলো শামীমা এম খানের পেন্টিং প্রদর্শনী তার প্রদর্শনীর শিরোনাম ছিল—Canvas Chronicles । সময় এবং সুযোগ পেলেই বিভিন্ন গ্যালারি ঘুরে ঘুরে প্রদর্শনী দেখি । বাপ-বেটার এই সেলফ পোট্রেটি শাহবাগের সামনে থেকে তোলা ।
এই লেখাটা যখন লিখছি, তখন আবার আকাশ কালো করে—ঝড় বৃষ্টি শুরু হয়েছে । থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে প্রচন্ড শব্দ ! রাতের খাবার শেষে বারান্দা দিয়ে উকি দিতেই দেখি, এই ঝড়ো বৃষ্টিতে দুই তরুণ ভিজতে ভিজতে তাদের নিজস্ব গন্তব্য যাচ্ছে . . .
২৫ এপ্রিল ২০১৭
পুরান ঢাকা