Inna Lillahi Wa Inna Ilaihi Rajiun BNP Chairperson and former Prime Minister Begum Khaleda Zia , 80 died today (30 December 2025) at 6:00 a.m. at Evercare Hospital. Her personal physician, Prof. AZM Zahid Hossain, confirmed the death.
মায়ের ইন্তেকালের পর আমরা গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাকে গোসল করিয়ে ঢাকায় তাঁর প্রথম জানাজা সম্পন্ন করি। সবকিছু যেন অদ্ভুত লাগছিল—বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এটাই মায়ের সঙ্গে আমাদের শেষ আনুষ্ঠানিকতা।
এরপর ভোরের নিস্তব্ধ আলোয় আমরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মায়ের নিথর দেহবাহী অ্যাম্বুলেন্সে আমি আর বড় মামা নীরবে বসে ছিলাম। চারপাশের নিস্তব্ধতার মাঝে শুধু বুকভরা কান্না আর অসীম শূন্যতা নিয়ে আমরা মায়ের শেষ যাত্রার সঙ্গী হয়েছিলাম।
আমাদের গ্রামের বাড়ির আঙিনা সেদিন ছিল শোকের নীরবতায় আচ্ছন্ন। মায়ের জানাজার সময় আমাদের সব কাজিন ও আত্মীয়-স্বজনেরা দূর-দূরান্ত থেকে এসে একত্রিত হয়েছিলেন— হিজুলিয়াতে।
সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল গভীর বেদনা—প্রিয় মাকে শেষ বিদায় জানানোর ভারী মুহূর্ত। মেঘ এবং ঢেউয়ের চোখে ছিল গভীর বেদনা তারা তাদের প্রিয় দাদীকে হারিয়ে খুব নীরবে হয়ে গিয়েছিল!
২০২৫ সালের ১৫ মে, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে আমাদের প্রাণপ্রিয় মা জননী এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। তাঁর শূন্যতা আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকবে।
এর অনেক আগেই, ১৯৯০ সালের ২০ ডিসেম্বর, আমাদের প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা-মা দু’জনের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন, তাঁদের ভালোবাসা ও আদর্শই আমাদের চলার পথের শক্তি।
Bangladesh celebrated its 54th Victory Day . The Bangladesh Liberation War in 1971 resulted in the independence of Bangladesh from Pakistani occupation after an almost nine-month-long armed conflict.
আমি ঢেউ । আজ আমরা রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম। পার্কটি খুব সুন্দর এবং বড় । আমার খুব ভালো লেগেছে । এখানে অনেক ফুল,পাখি এবং অনেক গাছ আছে । একটা সুন্দর লেক আছে।
বাবা বললেন — এটা ঢাকা শহরের প্রাণ । এই পার্কটি অনেক দিন আগে ব্রিটিশরা বানিয়েছিল। এটি ঢাকার মানুষের খুব পছন্দের জায়গা।
আমি সেখানে ঘুরে বেড়িয়েছি। আমার সাথে থাকা ক্যামেরাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি । আমি একটা গুলো গুলো কাঠবিড়ালির ছবি তুলেছি। আমি এই পার্কে আবার ঘুরতে যেতে চাই, ভাইকে নিয়ে ।
ভাইয়ের পরীক্ষা ছিল তো তাই— সে যাইনি। আমার পরীক্ষা শেষ তাই আমি বাবা-মার সাথে ঘুরতে গিয়েছিলাম।
বাবা— তার canon G-12 ক্যামেরাটি আমাকে দিয়ে দিয়েছেন । এই ক্যামেরাটি দিয়ে কিভাবে ছবি তুলতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছেন । আমি এখন এটা দিয়ে ছবি তুলি । ছবি তুলতে আমি ভালোবাসি, যদিও বাবার মতো আমি এখনো ছবি তুলতে পারি না !
Extremely sad news to hear that legendary British documentary photographer Martin Parr—has passed away at the age of 73. He was diagnosed with cancer in May 2021.
We, the national and international photojournalists and Pathshala teachers, posed for a group photo with Anna Kuéma, Program Manager of the World Press Photo Foundation, after her insightful presentation and discussion in two separate sessions on WPP Education and the upcoming World Press Photo Contest 2025 submission guidelines, among other topics.