
সমুদ্রের অনন্ত রেখা ধরে ধরে কোথায় যেন হেঁটে যায় পথিক ! এইখানে জমে আছে মৃত রুপালী বালিরা— জিওটিউবের ভিতরে !
বিমূর্ত হয়ে আছে মৃত গাছদের ফসিল ! একটা জীবিত ঘোড়া দৌড়ে গেল ! তার পেছনে পেছনে কুকুরের দল ! শব্দ করে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ !
অতঃপর এক কাপ কফি হাতে সৈকতের কিনারে বসে আছি, মৃত ফসিলের উপর ! সমুদ্রের সাথে কথোপকথন—
একদিন—
অন্ধকার নীল নোনা জলের শব্দ শুনতে শুনতে
ঝাউবনের কিনার ঘেঁষে— সমুদ্র দেখে দেখে আমরাও ফিরে যাই পৃথিবীর ঘরে; অথচ আমাদের মনে তখন সমুদ্রের ঢেউ . . .
ডাইরি / কক্সবাজার, সমুদ্র সৈকত
আগষ্ট, ২০২২ © মনিরুল আলম