মনে পড়ে যায় আমার কৈশোর . . . 

এই শান্ত, স্নিগ্ধ লেকের পানি —তার গভীরতা হয়তো ছোট্ট আরাফাত বোঝে না। সে জানে না, এই লেকের পানিতে গোসল করা যে নিষিদ্ধ! তবুও,বড় ভাইয়ের হাত ধরে সে এসেছে—এক দুরন্ত, নিষ্পাপ আহ্বানে। আরাফাতের সেই সরল চাহনি, সেই বিশ্বাসে আমি মুগ্ধ, আপ্লুত! এই লেকপাড়টি বসে কথা হয় ছোট আরাফাতদের সাথে ! 

© মনিরুল আলম

দুই ভাইয়ের এরকম অনাবিল আনন্দে মেতে উঠতে দেখে, আমার মনের কোণে ভেসে ওঠে শৈশবের কত দুষ্টুমি,কত দুরন্ত স্মৃতি! সেইসব দিনগুলো—যখন ভয় ছিল না, ছিল না কোনো নিষেধের বেড়াজাল । ছিল শুধু মুক্ত আকাশ আর শৈশবের আনন্দ অনুভূতি ! এই দৃশ্য আমাকে ফিরিয়ে নিয়ে গেল সেই হারিয়ে যাওয়া দিনে। ওয়ারফেজের সেই জনপ্রিয় গানটি মনে মনে  আরেকবার গুনগুন করে উঠি —

মনে পড়ে যায় আমার কৈশোর

স্মৃতির হারানো সেই সুর

আজও ভুলিনি সেই দিনগুলি

মনে পড়ে যায়, আবার ফিরে আসে

আবার ফিরে আসে . . . 

ডাইরি / নভেম্বর ২০২৫

পুরান ঢাকা, বাংলাদেশ

© মনিরুল আলম 

Leave a comment