বিকেলের রোদে হেঁটে যায় পথিক,—
হিজলের ছায়াতল; বুনো ঝোঁপ;
মরা খাল; সাঁকো পেরিয়ে—
নি:সঙ্গ—সেই কবরস্থান; অন্ধ পেঁচাটি
বসে আছে— নি:শব্দে;
পিতা—পিতামহ আর স্বজনেরা
দিয়েছে অন্তহীন এক ঘুম—এইখানে;
তবু এই আমি,—
অযুত প্রার্থনায় দাড়িয়ে থাকি
এক প্রসন্ন সন্ধ্যায় ।
মানিকগঞ্জ, হিজুলিয়া / ডিসেম্বর ২০১৯