
একদিন হেঁটে যেতে যেতে— প্যারীদাস রোড়ের গলিপথের দেয়ালে সাপটে থাকা হারিয়ে যাওয়া মানুষের গল্প পড়ি । তনুগঞ্জ, হৃষিকেশ দাশ রোড, ধোলাই খাল হয়ে নারিন্দার দিকে পা বাড়াই—অতপর ভূতের গলি !
আমার সাথে এই পথে পথে আরো একজন হাঁটেন নিবিষ্ট মনে— তিনি জীবনানন্দ দাশ ! কবির সাথে এভাবে হাঁটতে হাঁটতে প্রতিনিয়তই কথা হয় তার হারিয়ে যাওয়া ঝরা পালক, কিংবা ধূসর পান্ডুলিপি, মহা পৃথিবী কখনো সখোনো সাতটি তারার তিমির !
আজ কবির সাথে হাঁটতে হাঁটতে তার ‘বোধ’ কবিতাটি নিয়ে কথা হলো—রিকশার টুংটাট শব্দ, সকল লোকের মাঝে কবি নিবিষ্ট মনে বলে চলছেন তার রচিত ‘বোধ’ কবিতাটি ।
অনন্ত কালের অনন্য কবি—জীবনানন্দ দাশ হঠাৎ করেই আমাকে ফেলে রেখে; ভীড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলেন—কবি !
মনিরুল আলম / এপ্রিল ২০২৩ ঢাকা
