
Day: April 5, 2016
কোন অন্তর্লোকে যাই . . .
পৃথিবী ক্রমেই নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম হচ্ছে—
আমি কোন অন্তর্লোকে যাই, কোন নিভৃতে;
সে দিন রাতের অন্ধকারে বৃষ্টি ঝরা দেখছিলাম—
ফুটপাতটি ছিল আমার আশ্রয় স্থল— নিরাপদ !
আমি আর এক মূল্যহীন অন্ধকার !
দুজন পথচারী—সংসারের কথা বলে গেল,
বলে গেল জীবন সংগ্রামের কথা—অত:পর;
বৃষ্টি থামলো ।
-মনিরুল আলম
নথর্ সাউথ রোড, পুরান ঢাকা
০৩ এপি্রল, ২০১৬