বাপ-বেটা দুজনে মিলে পুকুরে সাঁতার কাটলাম বেশ মজা করে । ছোট মেঘ’কে বললাম, আসো বাবা তোমাকে একটু সাঁতার শেখাই, সে তো পুকুরে গোসল করতে পেরে মহা খুশি ! আমাকে ধরে ধরে বেশ সাঁতার কাটলো সে !
সাঁতার কাটার এই মুহুর্তটি ভিডিও চিত্রে ধরে রাখলো মেঘের ‘মা’ । যদিও সে শহরের মানুষ, নানা কারণেই তার সাঁতার শেখা হয়ে উঠেনি । আমাদের সাঁতার কাটা দেখে সেও একটু সাহস করে পুকুরে নেমেছিল !
হিজুলিয়া গ্রামে আমাদের এই পুকুরটিকে রয়েছে আমার নানা স্মৃতি— মাছ ধরা, ঘন্টার পর ঘন্টা পুকুরে গোসল করা আর বর্ষায় নৌকা চালিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ানো ।
ওয়ারফেইজের সেই বিখ্যাত গানটি এখনো কানে বাজে—মনে পরে যায় আমার কৈশর/ সেই সব দিন গুলি আজও ভুলিনি আহা . . .