শরীরের ভিতরে বাসা বাঁধা —সেই ছোট ছোট ক্ষত গুলো
আজ হারিয়ে যেতে শুরু করেছে—সেই একদিন;
ইনসুলিনের মাত্রা—৪২/৩০; আরো কিছু ঔষধ-পত্র !
ত্রিশ মিনিটের হাঁটার নিত্য সঙ্গী—ছোট মেঘ;
আমি সেই অনির্ব্বাণ !
নিত্য সংসারি; জানালার পাশে
বসে থাকা পরিবারের প্রিয়— সেই মুখ ।
২৮ জ্যৈষ্ঠ , ১৪২৩
পুরান ঢাকা