জাফরান রঙে ভরে উঠেছে—সন্ধ্যার আকাশ
আমরা তিনজন ছাঁদের উপর বসে আছি;
সহসা—একটা এরোপ্লেন উড়ে গেল !
আজকের আকাশটা দেখে কি যেন কি মনে হলো আমাদের !
আবার যদি ধূমকেতুর দেখা পাই
বা—সেইসব রুপালী বৃষ্টি ঝড় !
আমাদের মনে এক বিস্ময় জাগে;
আমরা ছাঁদ থেকে নেমে এলাম—
মনে এখনো সেইসব রুপালী বৃষ্টি ঝড় ।
■ ডাইরি / পুরান ঢাকা
১৬ জুলাই / ২০২০
পুরান ঢাকা