ছোট ছোট কথা . . .

মায়া ছবির গল্প . . .

সেদিন টেন মিনিট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল । ‘মেঘ’ সেই সংবর্ধনায় যোগ দিয়েছিল একজন কৃতী শিক্ষার্থী হিসাবে । মেধাবী শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করতে—টেন মিনিট স্কুলের উদ্যোগটা ছিল খুব সুন্দর এবং গোছানো। তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ।

অনুষ্ঠানটি শেষ হতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমাদের পেটে তখন প্রচন্ড ক্ষুধা ! আমরা তাড়াতাড়ি করে ধানমন্ডির ইয়াম চা রেস্তোরাঁয় পৌঁছালাম। সবাইকে বলেছিলাম সময়, সুযোগ হলে তোমাদের এই রেস্তোরায় একদিন খাওয়াব । অতঃপর আমরা সেই সুস্বাদু খাবার খেয়ে বাসায় ফিরেছিলাম সেদিন। দিনটিকে স্মৃতি করে রাখলো আমাদের কিছু মায়া ছবি ।

ডাইরি / ২৫ জানুয়ারি ২০২৫
কেআইবি, খামার বাড়ি, ঢাকা
© মনিরুল আলম

ছোট মা ‘ঢেউ’ এর সাথে আমি । ইয়াম চা রেস্তোরা , ধানমন্ডি, ঢাকা জানুয়ারি ২০২৫ © মনিরুল আলম
ছবি ‘মেঘ’ এবং ‘ঢেউ’ টেন মিনিট স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে ।কেআইবি, খামার বাড়ি, ঢাকা জানুয়ারি, ২০২৫ © মনিরুল আলম

Leave a comment