জীবন-জীবিকার গল্প . . .

ভোরের আলো ফুটে উঠার আগেই প্রস্তুতিটা নিতে হয় ! রাত তিনটার সময় ঘর থেকে বের হন—তারা । তারপর ছোট ছোট ডিঙ্গী নৌকা নিয়ে বিলে চলে যায়—শাপলা তুলতে ! সারাদিন শাপলা তুলে নৌকা বোঝাই করে তা নিয়ে চলে আসেন ঘাটে, বিকেল নাগাদ । নদীর ঘাটে শুরু হয় দ্বিতীয় পর্ব; শাপলা গুলো আটিঁ বাঁধার কাজ। এই কাজটি পানির মধ্যে দাড়িয়ে থেকেই করতে হয় । সেদিন গিয়েছিলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে, এই শাপলা তোলার ছবি এবং সেইসব মানুষ গুলোর সুখ-দুঃখের কথা জানার জন্য । যাদের জীবন-জীবিকা প্রকৃতির নিয়মেই ঋতুতে ঋতুতে পাল্টে যায়—এইখানে ।

কৃষক ইয়ার রহমানের সাথে কথা হয় ঘাটে বসে । বেলা তিনটা-চারটার দিকে আমরা সব শাপলা রেডি কইরা পিকআপে তুইলা দেই, তারপরে হেইডা চইলা যায় ঢাকার যাত্রাবাড়ী, হেনে দরদাম কইরা বিক্রি হয় —শাপলা। সারাদিন এক নৌকা শাপলা তুললে খরচপাতি বাদ দিয়ে তা ধরেন তিন/চার শত টাকা আমাগো থাহে ।

এখন শরৎ কালের শুরু—আকাশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে। সড়কটির দুইপাশে বিল; সেই বিলেই শত শত শাপলা ফুটে আছে । সড়কের পাশে সারিসারি গাছ, মাঝে মাঝে দুই একটা গাড়ী চলে যাচ্ছে, তাদের গন্তব্যের দিকে। জায়গাটা খুব ভালো লাগল !

ঘাটে বসে বসে ছবি তুলতে থাকি—ইয়ার রহমানের সুখ-দু্ঃখের কথা শুনি । অন্য আর একজন কৃষক গনি মিয়া শাপলার আটিঁ বাঁধতে বাঁধতে বলেন, সাংবাদিক ভাইরে তোমার দুঃখের কথাটা কও রহমান ভাই, রহমান মাথা নিচু করে কাজ করতে থাকেন । গনি মিয়াই বলতে শুরু করেন, চার মাইয়্যার এহনো বিয়া দিবার পারে নাই, মাইয়্যারা বড় হইয়া গেল ? বাপ-মায়ের বড় চিন্তা অভাবের সংসার কেমনে দিন চলবো । এই করনার সময়ে আমরা যে কেমনে চলতাছি, তা আল্লাই জানে।শাপলার দাম কইমা গেছে, বেচা-বিক্রি ভালো না—এবার । মানুষের হাতে টাকা নাই । জীবন বড় কষ্টে চলতাছে, আমাগো। সাংবাদিক ভাই আমাগো কথা একটু লেইখা দিয়েন ।

ততোক্ষণে ঘাটে আরো অনেক নৌকা এসে থেমেছে। সব নৌকাতেই শাপলা বোঝাই—আমাদের জাতীয় ফুল ‘শাপলা’ যা এই মানুষ গুলোর জীবিকানির্ব্বাহের একটা মাধ্যম হিসাবে কাজ করছে।

সড়কের ওপারে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াই । যতোদূর চোখ যায় বিলটি দেখি । দূর থেকে একটা ডিঙ্গী নৌকা নিয়ে দুটি শিশু এই ঘাটের দিকেই আসছে শাপলা বোঝাই করে । বিকেলের রোদ ওদের চোখে-মুখে, ওরা হাসছে ! ওদের শাপলাও তুলে দেওয়া হবে পিকআপে । যা একটু পরেই ছুটবে ঢাকার উদ্দেশ্যে, আমারও গন্তব্যে ঢাকা . . .

সিরাজদিখান, মুন্সীগঞ্জ
আগষ্ট, ২০২০

ছোট ছোট কথা . . .

ভাই আপনে হেলিকাপ্টার আনেন নাই ? আমি প্রথমে তার কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না !

উত্তরে সে জানালেন, আরেকদিন দেখলাম কয়জন সাংবাদিক ছোট খেলনা হেলিকাপ্টার আইনা ছাইড়া দিছে, আকাশে ! একবারে আস্তা হেলিকাপ্টার । উপরে অনেক দূর পর্যন্ত উইঠ্যা যায়, আবার নিচে নাইমা আসে, দেখলাম হাতের তাইলায় নামাইলো ! হেইডা দিয়া ছবি তুলছে, ভিতরে মনে হয় ক্যামেরা আছে ।

আমি বললাম আপনি ঠি ক বলছেন, ছোট হেলিকাপ্টারটির নাম হলো ড্রোন । সেটা দিয়ে খুব সহজে ছবি এবং ভিডিও করা যায়, সেটার ভিতরে একটা ক্যামেরা লাগানো থাকে । তবে ঐ যন্ত্র চালাইতে সরকারের অনুমতি লাগে । কিছু নিয়মনীতি আছে, যাক সে কথা, আমি বললাম, ভাই সেই হেলিকাপ্টার আমার নাই ! আমি এই ক্যামেরা দিয়া ছবি তুলি । তার সাথে কথা বলে ভালো লাগলো, নদীভাঙ্গন সম্পর্কে তাকে জিজ্ঞেস করি ।

কৃষক হাফেজ আলী জানান, প্রায় একমাস হইলো এই নদী ভাঙ্গন শুরু হইছে । এহন পর্যন্ত প্রায় তিনশত বসতভিটা, নদীতে বিলিন হইয়া গেছে । মানুষ অসহায় হইয়া গেছে, তাগো দাঁড়ানের জায়গা নাই । আমাগো বাড়ী এখনো ভাঙ্গে নাই তবে চিন্তায় আছি, কহন কি হইয়া যায় ! নদীতে প্রচন্ড স্রোত দেখলে বোঝা যায় না। কিন্তু হঠাৎ কইরা ভাঙ্গন শুরু হয় । কিছু বুইঝা উঠার আগেই সব শেষ ।

হাফেজ আলীকে আমি প্রশ্ন করি—নদী ভাঙ্গে কেন ? উত্তরে সে জানায়, নদী থেকে বালু উঠায় আর এই কারণে বন্যার সময় প্রচন্ড স্রোতে নদীর গতিপথ পরিবর্ত হয়, তাই নদী তীরের বসতভিটা ভাঙ্গে । নদীর তীরে রক্ষাবাধঁ দিলে এই ভাঙ্গন বন্ধ করা সম্ভব আর নদী থিইক্যা বালু তোলা বন্ধ করতে হইবো ।

নদী ভাঙ্গন দেখাতে দেখাতে কথা বলে চলেন এই কৃষক, তার সঙ্গে থাকা শহিদুল বিশ্বাস আরো কিছু যোগ করেন । অনেক গ্রামবাসীদের দেখলাম নদীগর্ভে বসতবিটা বিলীন হওয়ার ভয়ে তা আগে থেকেই অন্যত্র সরিয়ে নেবার চেষ্টা করছেন, তাদের ভিটের গাছগুলো কেঁটে ফেলছেন । ছবি তোলা শেষ করে তাদের বিদায় জানিয়ে আমি ফিরে চলি আমার গন্তব্যে . . .

খাড়াকান্দি, ধলেশ্বরী নদী
আগষ্ট, ২০২০

ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম . . .

18739662_10158795449685707_6178968098800881554_n
© Monirul Alam / WITNESS PHOTO

সংবাদ আলোকচিত্র ~ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য ( ট্রাক সেল ) কিনতে সাধারণ মানুষ এভাবেই লাইনে দাড়িয়ে তাদের প্রয়োজনীয় পণ্যটি কিনছেন । রোজাকে সামনে রেখে সারাদেশে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে, সরকারি বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশের ১৭৯টি স্থানে ট্রাকে করে ৫টি নিত্যপণ্য বিক্রি করছেন প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকার প্রায় ৩২টি ব্যস্ততম স্থানে টিসিবির এ সকল পণ্য বিক্রির কার্যক্রম চলছে। বাহাদুর শাহ র্পাক, পুরান ঢাকা ২৮ মে ২০১৭, ঢাকা, বাংলাদেশ । ছবি: মনিরুল আলম

Celebrating  Pahela Baishakhi 1422 | Bangladesh 

14 April 2015 Dhaka, Bangladesh. The nation began celebrating Pahela Baishakh the first day of Bangla month 1422, with various programs since the early morning on 14 April 2015 Dhaka Bangladesh. Cultural organization Chhayanat welcomed the new year with Tagore’s songs and traditional music at Ramna Batamul, attended by tens of thousands of people attired with traditional attires on the occasion. Cultural activists, artists and students of Faculty of Fine Arts held the Mongol Shova Jatra, the mass rally, with the theme ‘Onek Alo Jalte Hobe Moner Ghore Let’s light thousand lights in the darkness of our heart’ in downtown Dhaka, Bangladesh.It’s day for friends and family,wearing colorful dress and having traditional food. Photo by Monirul Alam

 

  

      

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

 

 

Shooter Diaries @ 11  March 2015 

 

Daily Life @ 11 March, 2015 A woman  sites on the bench with her x-ray report, She is waiting and  consult with the Doctor towards The National Medical Hospital in Old Part of Dhaka, Bangladesh. Photo by Monirul Alam @meghmonir 

Right Notice:

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

যাপিত জীবন . . . 

 

১. সকালটা ছিল মেঘলা । সেই সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে । হাসপাতালের যেতে হবে, ডাক্তার দেখাব । প্রচন্ড ব্যাক পেইন,ডান পাশটায় অনেক বেশী  । রাতে ব্যথার জন্য ঠিক মতো ঘুম হয় না । ডায়বেটিসটা অনেক বেড়েছে সুগার লেভেল ২৪.৫ ! অবশ্য এই বেড়েছে যাওয়ার অন্যতম কারণ— একদম অনিয়ম ! ইনসুলিন শেষ হয়ে যাওয়া, আইসক্রীম খাওয়া, সুগার লেভেল চেক না করা । এটা উচিত না— আমি বুঝি, কিন্তু কখনো কখনো এটা ঘটে যায় । নিজের মধ্য থেকেও কোথায় যেন, এই আমি—হারিয়ে যাই । কী  বিচিত্র আমার এই  জীবনধারা !  আবার মাঝে মাঝে মনে হয়, এই এতো নিয়ম মেনে কী হয় !  দিই না একটু  নিয়মটাকে ভেঙ্গে ! 
 
হাসপাতালের করিডোরে বসে আছি । আমার সিরিয়াল নম্বর সাত । ডাক্তার ফেরদৌস তালুকদার রিপন, সে অর্থপেডিক বিশেষজ্ঞ।  সহযোগী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিউটের হাসপাতাল ।  তাকে দেখাব তার ভিজিডির চাজর্ ২৫০ টাকা । আমার আসে-পাশে আরো বেশ কয়েক জনকে রোগী বসে আছেন, কেউ কেউ খোঁজ-খবর নিচ্ছেন, ডাক্তার সাহেব এসেছেন কিনা, রোগী দেখা শুরু করেছেন কিনা । 
 
বসে বসে ফেসবুকে একটা  স্টাটাস লিখছি; এর মধ্য আমার পাশে একজন এসে বসলেন ! আমি এক নজর তাকে দেখে আবার লিখতে শুরু করলাম । লেখাটা শেষ করে তার দিতে পাশ ফিরতেই দেখলাম, তার ডান হাতটা উঁচু হয়ে আছে ! ভালো করে তাকাতেই দেখলাম— হাতটা অনেক ফুলে গেছে, কনিষ্ঠ আঙ্গুলটাতে ব্যান্ডেজ করা । আমি একজন সাংবাদিক
সেই কৌতুহল থেকেই জানতে ইচ্ছে হয় ঘটনাটি কি, কি ভাবে ঘটল ?
 
 চলবে . . . 
 

Daily Life

© Monirul Alam
© Monirul Alam

Dhaka,  Bangladesh December, 2005

“A villager through a piece of cloth ( local name Gamcha) each other,they ware a Gamcha for cross the water line, number of villager like  catch fish during the winter season. These pictures taken outskirts of Dhaka.

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. http://monirul.photoshelter.com/  OR see more on http://statigr.am/meghmonir Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

Daily Life

©Monirul Alam
©Monirul Alam

BANGLADESH, Dhaka: A rickshaw maker repairing a rickshaw during the rainy day in the old part of Dhaka on July 28, 2013. Heavy downpour since Saturday night city life has been disrupted heavy rainfall due to influence of low pressure at the Bay of Bengal.©Monirul Alam

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. http://monirul.photoshelter.com/  OR see more on http://statigr.am/meghmonir Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

 

Daily Life | Manikgonj

© Monirul Alam
© Monirul Alam

Dhaka,  Bangladesh May 2005

“A wonderful fact to reflect upon, that every human creature is constituted to be that profound secret and mystery to every other”.- Charles Dickens

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. http://monirul.photoshelter.com/  OR see more on http://statigr.am/meghmonir Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com