বিএনপি সহো ২০ দলের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন

/home/wpcom/public_html/wp-content/blogs.dir/dee/259751/files/2014/12/img_2157.jpg

ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর ২০১৪ হরতাল চলাকালে রাজধানীর কমলাপুর সড়কে একজন বাস শ্রমিক কম্বল জড়িয়ে ঘুমাচ্ছেন। বিএনপি সহো ২০ দলের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। হরতাল চলাকালে সকালে নোয়াখালী জেলাতে পিকেটারদের ছোড়া ইটের আঘাতে শামসুন্নাহার নামের একজন স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

ঢাকায় ট্রেন-লরি সংঘর্ষে নিহত ৬ জন

IMG_4991.JPG

ঢাকা, বাংলাদেশ ২৯ ডিসেম্বর ২০১৪ রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকায় লরির ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেন এবং কাভার্ড ভ্যানটিকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে । ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

বাবা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে . . .

IMG_4849.JPG

“বাবা” তোমাকে যে খুব দেখতে ইচ্ছে করে । কত দিন যে তোমাকে দেখি না ! বুকের মধো কষ্ট গুলো আর্তনাদ করে উঠে-বার বার । কেন যে তোমার উপর বারবার এতো অভিমান হয় আমার । আমি কাউকে বোঝাতে পারিনা . . .

আজ ২০ ডিসেম্বর আমার বাবার ২৪তম মৃতু্য বাষির্কী । ১৯৯০ সালের এই দিনে বাবা, না ফেরার দেশে চলে যান । সে দিনের সংবাদটা আমরা ফোনে পেয়েছিলাম । আমি তখন বাসাতে ছিলাম, ঠিক সন্ধ্যার দিকে বাসায় ফোন আসে । ফোনটা আমার মা রিসিভ করেন- ও প্রান্তের কথা ঠিক বুঝতে না পেরে আমাকে ফোনটা দেন। আমি কথা বলে ততোক্ষণে বুঝে গেছি। আমরা আমাদের পি্রয় বাবাকে চিরদিনের মত হারিয়ে ফেলেছি।

বাবা ব্রেন ষ্টো্রক করেছিলেন । সে দিন হাইকোর্টে তাদের বার্ষিক ডিনার পাটির্ ছিল, সেখানে অংশ গ্রহণ করে মতিঝিল এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।

গতকাল আমরা পারিবারিক ভাবে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম, দোয়ার আয়োজন করেছিলাম ।

ছোট মেঘ তার দাদা’কে দেখেনি। তাঁর কাছে, তার দাদা মানে ফ্রেমে বাঁধানো এক খানা সাদাকালো ছবি আর তার দাদীর কাছে থেকে শোনা নানা গল্প কথা ।

এ মাসে আমাদের গ্রামের বাড়ী হিজুলিয়া গিয়েছিলাম। বাবা যেখানে ঘুমিয়ে আছে ২৪ বছর ধরে। বাবা আপনি ভালো থাকবেন । আমার বাবার জন্য সবাই দোয়া করবেন . . .

পুরান ঢাকা, পাতলা খান লেন
২০ ডিসেম্বর, ২০১৪

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

আকাশের আলপনারা রঙ ছড়ায় . . .

আকাশের আলপনারা রঙ ছড়ায় . . .

নির্জন পথ । প্রকৃতি এখানে অবিরল সত্য ;
মানুষের আসা-যাওয়া নেই ;
সেই পথ দিয়ে হেঁটে যাই দূরে—বহু দূরে ;
যেন নিজেকে; নিজের ভিতরে একদিন আমি ;
ডিঙ্গী নৌকাটি ভেঁসে আছে;
এখানে এক দিন—বষর্ার প্রতীক হয়ে ;
মনে মনে ভাবি সে যেন পেয়েছে —এক অনিবার্য অবসর !
হঠাৎ তার বুকের উপর দিয়ে উড়ে গেল-মাছরাঙ্গাটি।

ভোরের দোয়েলটি বসে আছে নীম গাছটিতে;
এখানে আকাশের আলপনারা রঙ ছড়ায়—অহরহ ।
সন্ধ্যা নামে—বাঁশ ঝাড়ে;
পৃথিবীর এই সব গল্পেরা—গল্প হয়ে বেঁচে রয় চিরকাল;
এখানে হারিয়ে যেতে চায় মন; এক দিন— এই খানে;
সেই অবসরে . . .

সৃষ্টিকাল, ডিসেম্বর, ২০১৪
মানিকগঞ্জ,হিজুলিয়া গ্রাম
মনিরুল আলম

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

আগামী বাংলাদেশ . . .

/home/wpcom/public_html/wp-content/blogs.dir/dee/259751/files/2014/12/img_2065.jpg

চারটা ৩১ মিনিট উপস্থিত হাজার হাজার মানুষ এক সঙ্গে গেয়ে উঠল জাতীয় সংগীত । তারপর মুহুমুর্হু স্লোগান, ‘জয় বাংলা’ । সোহরাওয়াদীর্ উদ্যানের এ প্রান্ত যেন কেঁপে উঠল আর একবার ! শুরু হল শপথ বজ্রমুষ্টি সবার হাত । আগামী দেশ গড়ার । আমি ততোক্ষণে এই শিশুদের পাশে চলে এসেছি । আকাশের দিকে হাত তুলে ছোট ছোট শিশুরা দিয়ে যাচ্ছে স্লোগান- ওদের পেছনে দাঁড়িয়ে আছে -আমাদের স্বাধীনতা স্তম্ভ । ওরা আমাদের আগামী বাংলাদেশ । আমি মনে মনে আর একবার গেলে উঠলাম

‘আমার সোনার বাংলা
আমি তোমার ভালোবসি . . . ”

সোহরাওয়াদী উদ্যান, ঢাকা
১৬ ডিসেম্বর ২০১৪

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com