Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Day: December 12, 2014
সব বন্ধুরা যেন পাখিদেরকে খাবার দেয় . . .
শীতের সকাল- আমরা ছাদে উঠছি । মেঘের হাতে মুড়ির পেয়ালা আর আমার হাতে চায়ের কাপ। সকালের রোদে একটু সময় কাটাব। আজ আমার ছুটির দিন । জরুরি কাজ না থাকলে মেঘকে খানিকটা সময় দেই । ওর সাথে নানা খেলাধূলা করি।
মুড়ির পেয়ালাটা নেয়া হয়েছে পাখিদের খাবার দিতে । পাশের বাসায় মেঘের এক কাক-দাদু আছেন। সে নিয়ম করে প্রতিদিন সকালে কাকদের খাবার দেন। কখনোও কখনোও মেঘ জানালার পাশে দাড়িয়ে তা দেখে। তার সাথে কথা বলে। কাক দাদু মেঘকে খুব আদর করেন।
মেঘের ফুপি প্রকৃতি ভালোবাসে। নিয়মিত গাছ-পালা আর পাখিদের যত্ন করে । আমাদের ছাদটিকে ছোটখাটো একটা বাগান বলা যেতে পারে। মেঘ তার কাছে থেকে শিখছে-কি ভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়। সে এখন এই বাগানের অনেক ফুলের নাম বলতে পারে।
বাবা, ‘আমি না গাছের ওখানে পাখিদের খাবার দিয়েছি, সব পাখিরাতো মনে করে, এই বাসায় খাবার দেয় । এই বাসায় প্রতিদিন করে যেতে হবে’। ‘পাখিরা উড়তে উড়তে ক্লান্ত হয়ে যায় – তাই ওদের খাবার দিতে হয় । রোদে গরম লাগে,পানি পিপাসা লাগে- তাই ওদের পানি দিতে হয় । ‘ আমি বলি তোমাকে কে বলেছে? মেঘ বলে ফুপি বলেছে।
বাবা, তুমি সব বন্ধুদের বলে দাও-সবাই যেন পাখিদেরকে খাবার দেয় . . .
পুরান ঢাকা, পাতলা খান লেন
১২ ডিসেম্বর, ২০১৪
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com