আকাশের আলপনারা রঙ ছড়ায় . . .
নির্জন পথ । প্রকৃতি এখানে অবিরল সত্য ;
মানুষের আসা-যাওয়া নেই ;
সেই পথ দিয়ে হেঁটে যাই দূরে—বহু দূরে ;
যেন নিজেকে; নিজের ভিতরে একদিন আমি ;
ডিঙ্গী নৌকাটি ভেঁসে আছে;
এখানে এক দিন—বষর্ার প্রতীক হয়ে ;
মনে মনে ভাবি সে যেন পেয়েছে —এক অনিবার্য অবসর !
হঠাৎ তার বুকের উপর দিয়ে উড়ে গেল-মাছরাঙ্গাটি।
ভোরের দোয়েলটি বসে আছে নীম গাছটিতে;
এখানে আকাশের আলপনারা রঙ ছড়ায়—অহরহ ।
সন্ধ্যা নামে—বাঁশ ঝাড়ে;
পৃথিবীর এই সব গল্পেরা—গল্প হয়ে বেঁচে রয় চিরকাল;
এখানে হারিয়ে যেতে চায় মন; এক দিন— এই খানে;
সেই অবসরে . . .
সৃষ্টিকাল, ডিসেম্বর, ২০১৪
মানিকগঞ্জ,হিজুলিয়া গ্রাম
মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com