চারটা ৩১ মিনিট উপস্থিত হাজার হাজার মানুষ এক সঙ্গে গেয়ে উঠল জাতীয় সংগীত । তারপর মুহুমুর্হু স্লোগান, ‘জয় বাংলা’ । সোহরাওয়াদীর্ উদ্যানের এ প্রান্ত যেন কেঁপে উঠল আর একবার ! শুরু হল শপথ বজ্রমুষ্টি সবার হাত । আগামী দেশ গড়ার । আমি ততোক্ষণে এই শিশুদের পাশে চলে এসেছি । আকাশের দিকে হাত তুলে ছোট ছোট শিশুরা দিয়ে যাচ্ছে স্লোগান- ওদের পেছনে দাঁড়িয়ে আছে -আমাদের স্বাধীনতা স্তম্ভ । ওরা আমাদের আগামী বাংলাদেশ । আমি মনে মনে আর একবার গেলে উঠলাম
‘আমার সোনার বাংলা
আমি তোমার ভালোবসি . . . ”
সোহরাওয়াদী উদ্যান, ঢাকা
১৬ ডিসেম্বর ২০১৪
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

