27062015 Dhaka, Bangladesh | Daily Life @ Monirul Alam
সকালবেলা শরিফ ভাইয়ের ফোন—মনির ভাই, বৃষ্টির ছবি পাঠান নিউজ করতে হবে গ্যালারিও করতে চাই । জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম— গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে । ক্যামেরা এবং ছাতা নিয়ে বাসা থেকে বের হলাম । বৃষ্টির ছবির জন্য বুড়ীগঙ্গা নদী উত্তম !
সদরঘাট লঞ্চ টর্ারমিনালে পৌঁছে ফাঁকা একটা লঞ্চে উঠে পরি । ছোট বেলা থেকে দেখে আসা—সেই পরিচিত বুড়ীগঙ্গা নদীকে আবার দেখি— বষর্ায় তার রুপ বদলে যায়—অন্য রকম মনে হয় ! নৌকায় যাত্রী পারাপার দেখি। গুড়িগুড়ি বৃষ্টি হঠাৎ করেই যেন মুষলধারে নদীটির বুকে অঝোর ধারায় ঝরতে থাকে । আহা—অপরুপ সেই দৃশ্য ! বৃষ্টি বিদ্বেষীরাও যেন সেই আহবান থেকে মুখ ফেরাতে পারবেন না . . .