ঢাকা, বাংলাদেশ ২৩ জানুয়ারী ২০১৫
প্রেস ক্লাবের সামনে থেকে বের হওয়া ছবি মেলার শোভাযাত্রা অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম, আনোয়ার হোসেন,জেমস এষ্টিন,জিও মাগাজিনের আলোকচিত্র পরিচালক রুথ ইখন সহ দেশী- বিদেশী আলোকচিত্রীরা।
দৃক এবং পাঠশালার আয়োজন আজ ২৩ জানুয়ারি, ২০১৫ বিকেলে আন্তর্জাতিক ফটোগ্রাফী উৎসবের উদ্ধোধনী হয়ে গেল শিল্পকলা একাডেমীতে। ছবি মেলা-০৮ এর উদ্ধোধন করেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি এডভোকেট মো: আব্দুল হামিদ । এবার ছবি মেলাতে আজীবন সন্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয় আলোকচিত্রী আনোয়ার হোসেনকে । ২২টি দেশে থেকে ৩০ জনের বেশি শিল্পীর কাজ এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে । ১৫ দিনব্যাপী উৎসবের এবারের বিষয় ছিল ‘অন্তরঙ্গ’ । ছবি: মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com