ঢাকা, বাংলাদেশ ২৭ জানুয়ারী ২০১৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। আজ বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান গত শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫ হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা যান। স্ত্রী ও দু কন্যা নিয়ে প্রায় ছয় বছর তিনি সেখানে অবস্থান করছিলেন। ছবি: মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com