ছোট ছোট ভালোবাসা . . .

IMG_2439

দিনটির শুরু ছিল ঘন কুয়াশায় ভরা । সেই কুয়াশা দশটা নাগাদ কেটে গেল । আমাদের বাসটি তখন ছুটে চলছে মানিকগঞ্জ্রের উদ্দেশ্যে। আজ ৩০ জানুয়ারী, ২০১৫ বড় ফুপুর কুলখানির অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাচ্ছি আমরা । আল্লার রহমতে বাসটি নিরাপদে পৌঁছে দিল আমাদের নিদৃষ্ট গন্তবে।

পি্রয় হিজুলিয়াকে যেন আবার নতুন রুপে পেলাম সেই আঁকাবাঁকা পথ,শুকিয়ে যাওয়া ছোট খাল, হলুদ সরিষা ক্ষেতে এখন পাকা সরিষার ফল, পাশাপাশি ফুটে আছে সাদা-সবুজ মেশানো সোয়াশের ক্ষেত, সেখানে কাজ করছেন আমাদের কৃষান-কৃষাণী- কথা হলো তাদের সাথে। এই সব দেখতে দেখতে হাটতে লাগলাম আমাদের কবরস্থানের দিকে। মাত্র কয়েক দিন হলো বড় ফুপু সেখানে দিয়েছেন দীর্ঘ ঘুম।

বড় ফুপুর কবর দেখা হলো; দেখা হলো বাবা,দাদা-দাদীর কবর-দোয়া পড়লাম, নিরবে দাড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আমাদের এই গ্রামের কবরস্থানটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয় । ফিরে চল্লাম বড় ফুপুর বাড়ীতে কুলখানির অনুষ্ঠানে ।

ক্ষেতের আল ধরে হাটছি আমি, মেঘ, সুমন আর বড় ভাইয়া, মেঘটা একটা ছাগল ছানা দেখে উৎসাহিত হয়ে উঠল ছানাটিকে আদর করতে চাইল-কিন্তু সে ভয় পাচ্ছে আদর করতে।আমি ছোট ছানাটিকে কোলে তুলে আদর করলাম। আমাদের এই ছবিটি তুলে দিয়েছে আমার কাজিন সুমন।

ছোট ছোট ভালোবাসা
ছোট ছোট আদর আহা জীবন . . .

৩০, জানুয়ারী, ২০১৫
হিজুলিয়া গ্রাম, মানিকগঞ্জ

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com