শ্যালা নদী . . .

শ্যালা নদী . . .

অতপর—
মাছরাঙ্গাটি টুপ করে একবার ডুব দিয়েছিল শ্যালা নদীতে—তারপর নিগূঢ় কালো অন্ধকার;
সেই অন্ধকার পেড়িয়ে আলোর মুখ দেখেনি পাখিটি;
শঙ্খচূড়,ইরাবতী,কাঁকরার দল ওরা সবাই বেঁচে আছে—তবে শঙ্কা নিয়ে;
মা, ভোদড়টি ফানেসর্ ওয়েলের সাথে যুদ্ধ করে;
খুঁজে ফেরে তার সন্তানদের; খবর পাওয়া গেল—আজ তারা মৃত;

অতপর—
শ্যালা নদী, তুমি আজ আন্তর্জাতিক গনমাধ্যম—জাতিসংঘের বিশেষজ্ঞ দল !
শাহবাগে সমগীত দলের প্রতিবাদী গান; রাজনৈতিক বক্তব্য;
শ্যালা নদী, তুমি আজ—প্রথম আলো, সমকাল, ইত্তেফাক কিংবা
সময়,৭১,২১শে’র —সংবাদ

অতপর—
ঐ দূর আকাশে মিলিয়ে যাওয়া—খবরের ভেতরের খবর;
শ্যালা নদী, তুমি আজ —একটুকরো বাংলাদেশ;
তোমার বুকে এখন ফানেসর্ ওয়েল— ঘুরে-ফিরে; সেই জল-জঙ্গলে,একদিন!
শ্যালা নদী—তুমি এখন ফানেসর্ ওয়েলের জোয়াড়-ভাটা;
শ্যালা নদী, তুমি আজ —একটুকরো বাংলাদেশ ।

সৃষ্টিকাল / ডিসেম্বর ২০১৪
মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com