ঢাকা, বাংলাদেশ ২২ জানুয়ারী ২০১৫
আলোকচিত্রী Philip Blenkinsop পাঠশালায় তার প্রদর্শনীর জন্য কাজ করছেন । ছবি মেলা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। অষ্টেলিয়ান এই আলোকচিত্রী বর্তমানে ব্যাংকক অভিবাসী। সে ঢাকায় ‘Installing from inside out’ শীর্ষক একটি কর্মশালা নিচ্ছেন পাঠশালার শিক্ষাথীদের জন্য।
দৃক এবং পাঠশালার দুই বছর পর পর আন্তর্জাতিক ফটোগ্রাফী উৎসব করে আসছে বাংলাদেশে । আগামীকাল শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে ছবি মেলা-০৮ এর উদ্ধোধনী অনুষ্ঠান। বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এই অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন । ছবি: মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
