ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার!
রাজধানীর বাংলামোটর সিগন্যালের কাছে ফুটওভার ব্রিজ রয়েছে। কিন্তু অনেকে এটা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজনের কাঁটাতার ডিঙিয়ে সড়ক পার হন। এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।
গতকাল বুধবার বাংলামোটর সিগন্যালের পাশে সড়ক বিভাজনের কাঁটাতার ডিঙিয়ে রাস্তা পার হচ্ছিলেন একজন পথচারী। তাড়াহুড়া করে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ তাঁর পায়ের স্যান্ডেল খুলে যায়। দ্রুত গতিতে গাড়ি আসছে দেখে কোনো রকম দৌড়ে রাস্তা পার হন তিনি।
ওই পথচারীটিকে জিজ্ঞেস করা হলো, ‘ফুটওভার ব্রিজ থাকার পরও কেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হলেন? উত্তরে তিনি বললেন, ‘ভাই এখন বুঝতে পারছি, ভুল হয়ে গেছে।’ ফিচারটি আজ ৯ জুলাই, ২০১৫ প্রথম আলো অনলাইন সংস্কারনে প্রকাশিত হয়েছে . . .
লেখা ও ছবি: মনিরুল আলম
বাংলামোটর, ঢাকা ০৮ জুলাই ২০১৫
Photo by Monirul Alam